খবরবাড়ি ডেস্কঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের তিনমাথা মোড় হতে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো ওইস্থানে আলোচনা সভায় মিলিত হয়। পৌর যুবদল আহবায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. সৈয়দ মাইনুল হাসান সাদিক। পৌর যুবদল সদস্য সচিব হেমায়দুল ইসলাম মেহেদীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পৌর যুবদলনেতা খন্দকার ফরহাদ হোসেন, অ্যাড. নাহিদ মন্ডল, শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, পৌর শ্রমিকদলের সদস্য সচিব শাহিন শেখ ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলামসহ অন্যান্যরা। এসময় পৌর যুবদলের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।