খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ভোটারদের নিকট দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনার অংশ হিসেবে সাংস্কৃতিকসহ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১ অক্টোবর) স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩১ গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
নেতৃবৃন্দ এলাকাবাসীর উদ্দেশ্যে তাঁদের বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জাতীয়পার্টির লাঙলসহ তাদের শাসনামল দেখেছেন। এবার জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন। সোনার বাংলাকে গড়তে হলে পবিত্র কোরআনের আলোকে দেশকে পরিচালনার কোনো বিকল্প নেই।
পলাশকুঁড়ি সাহিত্য সংস্কৃতিক সংসদের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী শাখার আয়োজনে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ, নাথ, ইসলামী গান, নাটিকা ও কৌতুক পরিবেশন ছাড়াও আলোচনা অনুষ্ঠিত হয়।
এরআগে গাইবান্ধা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভ সাক্ষাৎকারে যুক্ত হন।