 
							
							 
                    খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নে দলিল লেখকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলে তাঁকে বুধবার সংবর্ধনা দেয়া হয়।
গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, সহকারী নকল নবীশ ও কর্মকর্তা-কর্মচারীদের প থেকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ ও বিশেষ অতিথি ছিলেন সদর সাব রেজিস্ট্রার মো. লাবীব আফতাব।
বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস কাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, অফিস সহকারী আনিছুর রহমান, দলিল লেখক সমিতির সদস্য শহিদুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম।
সংবর্ধনার জবাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, দেশের ৩০ লাখ দলিল লেখক রয়েছেন। তারা দেশের উন্নয়নে মানুষকে সেবা দিয়ে চলেছেন। দলিল লেখকদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি পাশে থাকবেন।