এম,এ শাহিন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান ও তার পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) উপজেলার ছোট হাজীপাড়া এলাকায়।
পরে স্থানীয় বুড়িরহাট বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতাউর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউর রহমান জানান, ২০১৬ সাল থেকে তার চাচা খলিলুর রহমান ও তার পরিবারের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তাদের দাদা কাইল্টা মামুদের মৃত্যুর পর তিন সহোদর-ছমির, আব্দুল জব্বার ও এজার যৌথ সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে মাঠ জরিপে নিজেদের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত করেন। বিষয়টি জানতে পেরে তিনি রেকর্ড সংশোধনী ও বাটোয়ারা মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
আতাউর রহমানের অভিযোগ, প্রতিপক্ষ পরিবার প্রভাব খাটিয়ে একাধিকবার তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালিয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে মাপযোগের আয়োজন করলে তিনি সেখানে উপস্থিত হলে খলিলুর রহমান ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে তাকে হত্যার হুমকি দেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রাণে রক্ষা পান বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ইতিপূর্বেও খলিলুর রহমান ও তার লোকজন কয়েকবার তার বাড়ি ভাঙচুর ফলো গান রাজ কর্তন ও নানা ক্ষতি সাধন করেন।
তিনি আরও জানান, খলিলুর রহমানের বড় ছেলে জিয়াউর রহমান আওয়ামী লীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।এবং ছোট ছেলে জহুরুল ইসলাম বিএনপি’র ওয়ার্ড সভাপতি হলেও এর আগে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনী স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করেছেন।
তার দাবি, দুই ভাই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে আতাউর রহমানের পরিবারকে হয়রানি, হুমকি ও প্রাণনাশের পাঁয়তারা চালাচ্ছে।
অভিযুক্ত খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আতাউর রহমানের দুই চাচা আগেই ওই জমি বিক্রি করে দিয়েছেন আব্দুর রউফ নামে এক ব্যক্তির কাছে। রেকর্ড অনুযায়ী আমরা সোমবার সীমানা নির্ধারণ করি। এ সময় সামান্য কথাকাটাকাটি হয়েছে, তবে কোনো হামলা হয়নি।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, “জমি নিয়ে বিরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
স্থানীয়রা জানান, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।