এম,এ শাহিন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আতিয়ার রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের তের মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকরচালী ইউনিয়নের দোহাজারী কাপড়িয়া পাড়া গ্রামের পান মাহমুদের ছেলে এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান মোটরসাইকেল নিয়ে তের মাইল পেট্রোল পাম্পে তেল নিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে স্থানীয়রা।