এম. এ. শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন মো. বুলবুল হোসেন, আব্দুল হামিদ, মনোয়ার হোসেন প্রমুখ শিক্ষক নেতা। বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। তারা এই দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান এবং শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।