এম.এ.শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ
রক্তাক্ত ২৮ অক্টোবর ২০২৬ ইতিহাসের কালো অধ্যায় আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডব সৃষ্টিকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল পাঁচটায় উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারী মো. ইয়াকুব আলীসহ ছাত্রশিবিরের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র কর্মীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এ ঘটনায় আজও বিচার না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।