1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাইবান্ধায় বিশ্ব মেডিটেশন দিবস পালন পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা গ্রেপ্তার পলাশবাড়ীর সন্তান সবুজ মিয়া সুদানে শান্তিরক্ষা মিশনে শহীদ,রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে দাফন সম্পন্ন পীরগঞ্জে মোকদ্দমার সম্পত্তি নিয়ে বিরোধ,জনভোগান্তির বাস্তব চিত্র,আইন উপেক্ষায় নৈরাজ্যের বাস্তব চিত্র তারাগঞ্জে শহীদ শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত তারাগঞ্জে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৃতি সন্তান অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

বাংলাদেশের ক্রিকেটের শিকড় এখন ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। দেশের প্রতিটি বিভাগেই চলছে প্রতিভা অন্বেষণ ও বাছাই প্রক্রিয়া, যার মাধ্যমে উঠে আসছে নতুন প্রজন্মের মেধাবী ক্রিকেটাররা। ঠিক তেমনই এক সাফল্যের গল্পের নায়ক পীরগঞ্জের কৃতি সন্তান, মো. রুবেল আলীর পুত্র সাদিক আল হাসান সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন।

রংপুর বিভাগের আটটি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তঃবিভাগীয় বাছাইপর্ব। প্রতিটি জেলা থেকে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেয় রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত ১০ দিনের বিশেষ ক্রিকেট ক্যাম্পে। কোচদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিবিড় প্রশিক্ষণ শেষে বাছাই প্রক্রিয়ায় গঠিত হয় রংপুর বিভাগের ১৪ সদস্যের দল। এই দলের নেতৃত্বে ছিলেন অধিনায়ক মো. সাদিক আল হাসান।

একই প্রক্রিয়ায় সারাদেশে গঠিত হয় আরও নয়টি আঞ্চলিক দল—মোট ১০টি দল। এই দলগুলোকে দুটি ভেন্যুতে ভাগ করে খেলা আয়োজন করা হয় খুলনা ও কক্সবাজারে। সেখান থেকে শুরু হয় আসল প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও প্রশিক্ষকরা।

এই দশটি দল থেকে পুনরায় বাছাই করে তৈরি হয় তিনটি দল, যা অংশ নেয় “চ্যালেঞ্জ সিরিজ”-এ। সিরিজের প্রতিটি খেলায় দেখা যায় তরুণদের মাঝে অদম্য উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব। এখানেও সেরা পারফর্মারদের বাছাই করে তৈরি করা হয় দুটি দল। দলের নাম যথাক্রমে ইস্ট ও ওয়েস্ট । এই দুটি দলের মধ্যকার খেলাগুলো থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে জায়গা পাওয়া ২৮ জন খেলোয়াড়কে।

এরপর এই ২৮ জনকে নিয়ে ঢাকার বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) অনুষ্ঠিত হয় ১০ দিনের বিশেষ স্কিল ক্যাম্প। এই ক্যাম্পে খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তা যাচাই করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী। দীর্ঘ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে ১৫ জনের একটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দল গঠন করা হয়।

এই দলে জায়গা পেয়েছেন পীরগঞ্জের গর্ব, মো. রুবেল আলীর পুত্র সাদিক আল হাসান। সাদিক আল হাসান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং স্থানীয়ভাবে পৌরশহরের জগথা ৬নং ওয়ার্ডের বাসিন্দা। অল্প বয়সেই তাঁর ক্রিকেট প্রতিভা ও পরিশ্রম তাঁকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ের সাফল্য।

তরুণ এই ক্রিকেটারের সাফল্যে পীরগঞ্জজুড়ে আনন্দের জোয়ার। স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, “রুবেল আলীর পুত্রের সাফল্য শুধু পরিবারের নয়, গোটা পীরগঞ্জের গর্ব। এমন প্রতিভারা ভবিষ্যতে জাতীয় দলে উজ্জ্বলভাবে প্রতিনিধিত্ব করবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft