খবরবাড়ি ডেস্কঃ চট্টগ্রাম বন্দর লাভজনক ও সক্ষম হওয়া সত্ত্বেও বিদেশী কোম্পানির ব্যবসায়িক স্বার্থ ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের এ অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় জেলা বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিসবাদ বিরোধী বাম মোর্চার উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলার সমন্বয়ক এবং বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক অ্যাড. নওশাদুজ্জামান ও বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য রাহেলা সিদ্দিকা প্রমূখ।