খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী সোহান আল মাফি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অবশেষে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
বৃহস্পতিবার (২ অক্টেবার) বান্দরবান বেড়াতে গিয়ে লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। সোহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী। শুক্রবার সকালে ঢাকায় তার প্রথম নামাজের জানাযা শেষে গ্রামের বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ীতে নিয়ে আসে। সেখানে দ্বিতীয় নামাজের জাযাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মরহুম বদিউল আলম (বীর উত্তম)-এর ছোট ভাই বীরমক্তিযোদ্ধা আবু হান্নানের একমাত্র ছেলে সোহান। মেধাবী শিক্ষার্থী সোহান-এর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।