খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যারী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, জেলা মাদ্রাসা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাও. ওহাব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উপজেলা শাখার সভাপতি নাসিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.া আব্দুল বারী, শহরগছি ফাঁজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, চাঁপড়ীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ খালেদুর রহমান, ফুলপুকুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. আফতাব উদ্দিন, জগন্নাথপুর দাখিল মাদ্রাসার সুপার রায়হান আলী, মাও. শেখ ফরিদ, গোলাপবাগ মাদ্রাসার অধ্যক্ষ অজেদুল ইসলাম ও পারগয়রা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লুৎফা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।