খরববাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পৌরসভার খানাবাড়ি এলাকায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম মন্ডল, আব্দুল করিম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জয়দুল ইসলাম জীবন, পৌর জাতীয় পার্টির আহবায়ক কাজী ওয়াতিনুর রহমান, সদস্য সচিব আইয়ুব আলী, অ্যাড. আনিকা আক্তার, রাজাহার জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন বম্বু ও জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগসহ বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিলেন তিনি।