খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দো’আ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ওলামা দলের সভাপতি মাও. ইসমাইল হোসেন সিরাজী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক জননেতা ফারুক আহম্মেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সাম লিংকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা সহ-সভাপতি রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু ও পৌর সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর ওলামা দলের সভাপতি আবু সায়েম জুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে এক বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।