খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়ী থেকে আব্দুল কাফি নামে (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (অক্টোবর) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত কাফি মিয়ার স্ত্রী মারা গেছেন। ছেলে-মেয়েরা বাইরে থাকেন। এই সুবাদে ওই বাড়ীতে একাই থাকতেন তিনি। এদিন দুপুরে প্রতিবেশিরা তার বাড়ীতে দুর্গন্ধ পান। এতে তাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাফি মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তিনি মারা গেছেন। ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধে বাড়ীর আশপাশ কেউই যেতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।