 
							
							 
                    খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক নাসরিন আক্তার, দেলাল হোসেন, প্রভাতী শাখার ইনচার্জ সাইফুল ইসলাম, দিবা শাখার ইনচার্জ আসমা আক্তার বানু, কৃতি শিক্ষার্থী ঐশী সরকার, ফাইজা ফাদিলা প্রকৃতি ও সুমাইয়া তুষ সাদিয়া প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক স্বপন কুমার সাহা।
প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, শুধু পরীক্ষায় কৃতিত্ব অর্জন করলেই হবে না। মানুষ হিসেবে কৃতিত্ব অর্জন করতে হবে। আমাদের সমাজের জন্য ভালো মানুষ খুব প্রয়োজন। শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রত্যেক শিক্ষার্থীকে দূর্ণীতিমুক্ত থাকতে হবে।
উল্লেখ্য; অত্র শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালের এসএসসিতে ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে সুমাইয়া ইসলাম নুহিন প্রথম, সুরাইয়া সুলতানা জইতি তৃতীয় ও তাহসিন মুস্তারী ১০ম স্থান অধিকার করেছে। বোর্ডে কৃতিত্বপূর্ণ স্থান অধিকার করায় তিন শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.