খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ৫২তম গ্রীষ্মকালীন জেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছি।
রোববার (১২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেনন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) মো. বেলাল হোসেন, সহকারি জেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারি পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, মো. আকমল হোসেন, ডিটিসি মো. কামরুল হাসান, আসাদুজ্জামান গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুল হক উজ্জল, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির, কিয়ামত উল্লাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, খোর্দ্দ মালিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম রোকন প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ছাড়াও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক হারুন-অর-রশিদ।
জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। মেয়েদের ফুটবল খেলায় এবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসাদুজ্জামান গালর্স স্কুল এন্ড কলেজ। কাবাডিতে দারিয়াপুর কিয়ামত উল্ল্যাহ্ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ফুলপুকুরিয়া আয়েজান নেছা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।
অপরদিকে; বালক দলের ফুটবল ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়। কাবাডিতে চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। এই প্রতিযোগিতায় দারিয়াপুর কিয়ামত উল্লাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বেশি পদক পাওয়ার গৌরব অর্জন করেছে।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকভাবে বিকশিত করার জন্য খেলাধুলায় উৎসাহিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানান।
উল্লেখ্য; বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রতিযোগিতার আয়োজন করে জেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি।