খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ হলরুমে কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের সভাপতি মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ জেলা সভাপতি ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. মো. রশীদুল হাসান বকুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা, বাংলাদেশ প্রাইভেট কিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. মো. শহিদুজ্জামান হারুন, ঐশী কিনিকের পরিচালক সাখাওয়াত হোসেন বিপ্লব, ডায়াগনোস্টিক সেন্টারের আল মামুন, রুহুল আমিন, শম্পা আকতার, মইনুল ইসলাম শাওন, সোহেল মন্ডল ও প্রতীক ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. উজ্জল হোসেন।