খরববাড়ি ডেস্কঃ বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠকদের প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সংগঠনের জেলা কার্যলয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ ও লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন প্রমূখ।
প্রশিক্ষণ সভায় প্রশিক্ষক হিসেবে আইনজীবী মুরাদ জামান রব্বানী যৌতুক নিরোধ আইন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ এর উপর আলোচনা করেন।
বক্তারা যৌতুক আদান প্রদান না করার জন্য জনসচেতনতা তৈরি ও যৌতুক বিরোধী আন্দোলন নিজ পরিবার থেকে শুরু করা, পাশাপাশি নারী-শিশু উপর শারীরিক, মানসিক, যৌন নিপীড়ন নির্যাতন যেকোন ধরনের বলপ্রয়োগ করা যে অন্যায়, আইন বর্হিভূত তা প্রচার ও সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।