খবরবাড়ি ডেস্কঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। শুরুতেই একটি বর্ণাঢ্য র্যারী জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারের ওখানে মিলিত হয়। পরে বিভিন্ন এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক এবং স্বাস্থ্যসম্মত ভাবে হাত ধোয়ার প্রদর্শন ও অনুশীলনে হাত ধোয়ার কৌশল শেখান রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।
সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মত হাত ধোয়া নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। অন্যান্যদের মধ্যে সদর সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুবা মাহি, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমঙ্গল কুমার দাস, এসএম মাহফুজুর রহমান, আজমির হোসেন, এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।