খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এসময় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, পুলিশ পরিদর্শক মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খাদেমুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার মো. নাহিদ বারী, রুপালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার দিলিপ কুমার বর্মন, তথ্য অফিসার তানিয়া তাজনীন, জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন ও পরিচালক মো. আলী কায়সার বাবুলসহ কমিটির অন্যন্য সদস্যগণ।
সভায় জেলার সম্ভবনাময় পন্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরি, খাতসমুহে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা ও উত্তরনের উপায় নিয়ে আলোচনা করা হয়।