খবরবাড়ি ডেস্কঃ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় খেলাফত মজলিলের শূরার প্রধান মুফতী মানসুর রহমান খান, জেলা শাখার সভাপতি মাও. মুফতি আবু ইউসুফ, , সহ-সভাপতি হাফেজ আবদুল মাজিদ, মাও. তাসলিম উদ্দিন, মাও. আব্দুল্লাহ-আল মাহমুদ, মুফতি ইদ্রিস আলী, মুফতি আলামিন আযহারী, জেলা সাধারণ সম্পাদক মাও. শাহ আলম ফয়জী, বাইতুল মাল সম্পাদক মাও. দালিলুর রহমান ও জেলা শ্রমিক মজলিস সভাপতি ছাড়াও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবী সমূহ হচ্ছে- জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয়পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবী।
দাবী সমূহ হচ্ছে- জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয়পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবী।