খবরবাড়ি ডেস্কঃ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ এ আয়োজনে কর্মসূচী মধ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যায়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল মামুন। এতে বক্তব্য রাখেন বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রবিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাফিক পুলিশের ইনচার্জ আলতাফ হোসেন ও নিরাপদ সড়ক চাই নেতা মাহামুদ হোসেন লিটনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধিসহ মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরী। নিরাপদ সড়ক গড়তে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
দিবসটিকে অংশগ্রহণকারীরা সকলকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান ছাড়াও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।