খবরবাড়ি ডেস্কঃ গণঅধিকর পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উত্তরবঙ্গের কৃতিসন্তান ফারুক হাসান-এর গাইবান্ধায় আমগন উপলক্ষে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডিসি অফিস সংলগ্ন গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ে এ মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কার্যালয়ের সামনে উপস্থিত হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় নেতৃবৃন্দ। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারুক হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ উচ্চ কক্ষে পরীক্ষামূলক পিআর নির্বাচন করতে হলে সেই উচ্চ কক্ষে পিআর নির্বাচন সফল হলে তবেই পরিণূর্ণ পিআর নির্বাচন সম্ভব।
তিনি আরো বলেন, ২০১৮ সাল থেকে যে সকল আমলারা অধিষ্ঠিত হয়ে আছেন তারাই এখনও রয়েছেন। সুতরাং এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী হয়নি। তাই অচিরেই ফ্যাসিস্ট আমলাদের বিড়াতি করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনারও দাবী জানান।
এছাড়াও সভায় উপস্থিত অন্যান্য নেতারা বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলার জনগণ তারুন্য নির্ভর সয়সদ দেখতে চায়। সেই তারুণ্যের উপর ভর করেই সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদ জেলা সভাপতি এসএস মামুন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিডিয়া সমন্বয়ক মো. আবু হানিফ, সহ-সভাপতি ইসমাইল রওনক, যুব অধিকার পরিষদ সভাপতি মনজুর মোরশেদ মামুন, গণঅধিকার পরিষদ জেলা সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম, সহ-সভাপতি গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, সহ-সভাপতি আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুমন বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা নেতা রবিউল ইসলাম রিমন, সাঘাটা উপজেলা সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুন, জেলা যুব সভাপতি রবিউল ইসলাম তুহিন, যুব সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, জেলা ছাত্র অধিকার সাবেক সাধারণ সম্পাদক রিপন রবি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।