খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের বর্ণাঢ্য আয়োজনে মিলন মেলা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে দিনের শুরুতে এক আনন্দ শোভাযাত্রা ও র্যালী জেলা ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী উদ্বোধন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর মেজর (অব.) (বি.টি.এফ) কাজী শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামছুল হক এবং গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের সভাপতি এক্স সিইউও মিসেস শাহজাদী হাবিবা সুলতানা (পলাশ)।
আলোচনা সভায় বক্তারা পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং এক্স-ক্যাডেট সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া প্রয়াত এক্স-ক্যাডেট সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ মিলন মেলা এক্স-ক্যাডেট সদস্যদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও পুনর্মিলনের আবহ তৈরি করে।