 
							
							 
                    খবরবাড়ি ডেস্কঃ ‘ও আলোর পথযাত্রী এখানে থেম না’-এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ‘মিলিত প্রাণের কলোরবে, অশুভের বিনাশ হবে’ শীর্ষক অনুষ্ঠানে উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, জেলা সংসদের সভাপতি অধ্যক জহরুল কাইয়ুম ও রাজনীতিক মিহির ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে প্রগতির কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিষ দাস দেবু, বাচিক শিল্পী গৌতমাশিষ গুহ সরকার ও শিরিন আকতার।
দ্বৈত নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্য প্রশিক্ষক আমিনুল ইসলাম আকন্দ ও রাতিলা এবং একক নৃতা পরিবেশন করেন লাবিবা। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শাহ মশিউর রহমান, ভাওয়াইয়া শিল্পী সিরাজুল ইসলাম সোনা, গণসংগীত শিল্পী রনজিৎ সরকার ও চুনি ইসলাম, শিল্পী সোমা সেন এবং মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।
এছাড়াও অনুষ্ঠানে উদীচীর দারিয়াপুর শাখার কর্মীরা দলীয়ভাবে গণসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন বিশিষ্ট তবলা শিল্পী মাহমুদ সাগর মহব্বত এবং কীবোর্ডে ছিলেন এসএম স্বাধীন।
Leave a Reply
You must be logged in to post a comment.