পলাশবাড়ীতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের অভাবের কারণে ন্যায়সঙ্গত ও পেশাদার সাংবাদিকতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
ব্যক্তিগত স্বার্থ ও মতভেদের কারণে অনেকেই গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ব্যর্থ হচ্ছেন। এতে সাধারণ মানুষের আস্থা যেমন কমছে, তেমনি সাংবাদিকতার মানও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অভিজ্ঞ মহল মনে করেন, এ প্রবণতা অব্যাহত থাকলে পলাশবাড়ীর গণমাধ্যম কর্মীরা শিগগিরই পেশাগত অস্তিত্ব সংকটে পড়বেন। তাই এখনই সাংবাদিকদের মধ্যে ঐক্য ও দায়িত্বশীলতা ফিরে আনা জরুরি।
— মোঃ মশফিকুর রহমান মিলটন
সম্পাদক
খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম
পলাশবাড়ী, গাইবান্ধা
www.khoborbari24.com