খরববাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংক লুটেরা ও মাফিয়া এস.আলম কর্তৃক অবৈধ ভাবে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধ ভাবে ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে নিয়োগ বাতিল করে ছাটাইয়ের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ ইসলামী বাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাজহারুল ইসলাম, মিল্লাত হোসেন, এনামুল হক ও ব্যাংক গ্রাহক রেজাউল করিম।
বক্তারা অভিযোগ করেন, এস.আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা-মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।
বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবী জানান।
এ মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকুরী প্রত্যাশী ছাত্রবৃন্দ ও মানুষজন অংশ নেয়।