শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ
বাংলাদেশ জামাতে ইসলামী তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের উদ্যোগে ভীমপুর মেডিকেল মোড়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ২ আসনের (তারাগঞ্জ বদরগঞ্জ) বাংলাদেশে জামায়াতের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম।
আলমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো: মে আক্কাস আলীর সভাপতিত্বে তারাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির এস এম আলমগীর হোসেনের আয়োজনে পথসভায় এটিএম আজারুল বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের গণঅভ্যুত্থান জনতার একটি বড় পাওয়া।
তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় জুলাই সনদের ভিত্তি ও রাজনৈতিক দলগুলোর সম্মতির বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে পরবর্তী যে সরকার আসবে তারা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে।
তিনি আরো বলেন, পাপ কখনো কাউকে ছাড়ে না এটাই তার প্রমাণ। আজ যে হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল
আজ সেই ফ্যাসিস্ট হাসিনা নিজেই দেশছাড়া।
জুলাই বিপ্লবে ছাত্রে আন্দোলনে ভোট চোর ফ্যাসিস্ট
হাসিনা তার দলবল নিয়ে পিছনের দরজা দিয়ে পালতে বাধ্য হয়েছে।
হাসিনা কি বলেছিলো মনে আছে আপনাদের?
বলেছিলো শেখের বেটি হাসিনা কখনও পালাবে না।
অথচ এখন সে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছে। যে ভারত কখনও আমাদের ভালো চায় না। সে ভারতই তাকে আশ্রয় দিয়েছে।
নিজের জীবন সম্পর্কে তিনি বলেন, জেলে থাকতে আমি আমার স্ত্রীকে হারিয়েছি।
আমার স্থাবন অস্থাবর সম্পত্তি যা কিছু ছিলো আামি দান করে দিয়েছি। বর্তমানে আমি নি:স্ব। আমার চাওয়া পাওয়া আর কিছুই নেই।
জীবনে বাকী যে কয়টা দিন আল্লাহপাক বাঁচিয়ে রাখবে আপনাদের খেদমত করে মরতে চাই।
বর্তমানে আমি এতিম। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নিজেকে আমি এতিম মনে করব না।
তিনি বলেন, সকল দল দেখা শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ। আপনারা এবার জামাতকে ভোট দিয়ে দেখেন। জামাত একটি টাকার দুর্নীতি করবে না।
অযোগ্য, দুর্নীতিবাজ,চাঁদাবাজ মুক্ত করতে হবে বাংলাদেশকে এবং এটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জাতির শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে পরিচালনার একমাত্র সংগঠন। তিনি বাংলাদেশ জামায়তে ইসলামের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে জনগনের খেদমত করা আহবান জানান।
এরপরে তিনি ইউনিয়নের মুসির মোড়, চিকলি বাজারসহ বেশ কয়েকটি স্থানে সন্ধ্যা পর্যন্ত পথসভায় অংশ নেন।