খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক লাবু খান (১৮) মরদেহ নিখোঁজের ৩ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাবু তার পিতার সাথে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের টানা ৩ ঘন্টা অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাবু খান বামনডাঙ্গা বন্দর এলাকার মোঃ মতিয়ার রহমান খানের ছেলে।
স্থানীয়রা জানান, লাবু তার পিতার সাথে নদীতে গোসল করতে নামে। পরে লাবু সাঁতার কেটে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে গেলেও ফেরার সময় মাঝখানে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাকিম আজাদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলজার হোসেন বলেন, টানা ৩ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।