খবরবাড়ি নিজস্ব ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে এ দু’জন মাদক কারবারীকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর ঢাকা-রংপুর এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। এসময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী কালে ২ যুবককে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইল শহরের দেওলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে জুয়েল হোসেন (৩৭) এবং একই এলাকার হাসান আলীর ছেলে আমিনুর হোসেন (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।