খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে দিনব্যাপী বিনামূল্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এসময় বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব অ্যাড. আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহবায়ক অনোয়ারুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবীর হাসান দীপের সার্বিক তত্বাবধানে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, ডা. আবীর হাসান দীপ, ডা. দেলোয়ার হোসেন নয়ন, ডা. আহসান হাবীব, ডা. বাশার. ডা. ফারুক, ডা. আশিক, ডা. মাসুদ, ডা. মিনহাজ, ডা. রোফায়েত, ডা. হাসিক ও ডা. সুখরঞ্জন। এ চিকিৎসাসেবা এবং ফ্রি ওষুধ গ্রহণ করেন প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষ।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ বিষয়ে বলেন, তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এ আয়োজন। আমরা বিভিন্ন সময়ে ক্যাম্প করে থাকি। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও জন্মবার্ষিকীতে এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্নভাবে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত আছে।