খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সোহাগ মিয়া (২২) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সোহাগ মিয়া বাড়ির পাশে বৃষ্টির পানিতে নিমজ্জিত জমিতে মাছ ধরার জন্য জাল বসান। এরপর সেখান থেকে বাড়ি ফেরার পথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক।