খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার আবু সাঈদ মিয়া নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওইসময় হঠাৎ করে পুকুরের পানিতে অপরিচিত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায়। মরদেহটির পিঠে মাটিসহ বিবস্ত্র অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানতে পারেনি এলাকাবাসী।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ওইস্থানের পুকুরে একটি ভাসমান মরদেহের খবর পেয়েছি। বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।