খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে আদুরী ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে আদুরী বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।