খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় সাদুল্লাপুর উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ উদ্যোগে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল এই তথ্য জানান।
তিনি আরো বলেন, একবার টাইফয়েডে আক্রান্ত হলে শুধু চিকিৎসা খরচই নয়, দীর্ঘ সময় কর্মক্ষমতা হারাতে হয়। অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে টিকা গ্রহণের বিকল্প নেই। এই টিকা পেতে হলে প্রতিটি শিশুকে অনলাইনে নিবন্ধন করতে হবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত ২৬৪টি টিকাদান কেন্দ্র এবং সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন, থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, সাদুল্লাপুর প্রেস কাব সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রিপোর্টাস কাব সভাপতি শহীদুল হক, সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল কাফী মাসুম, সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা মোছা. লেহিনা আকতার সীমা ও স্যানেটারি ইন্সপেক্টর গোলাম রব্বানী প্রমূখ।