খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী রাসেল মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে তার কাছে থাকা ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে উপজেলার বুড়ির বাজার মোড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মাদক কারবারী রাসেল মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের আব্দুল গণি মন্ডলের ছেলে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃত রাসেল মিয়ার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।