খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে অধ্যয়নরত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘গোবিন্দগঞ্জ সমিতি’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক একেএম ইয়ামিন আলী আকন্দকে সভাপতি এবং ২০২০-২১ সেশনের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী এস.এম সাজ্জাদ হোসাইন তুষারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে আয়োজিত সভায় ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ.এইচ.এম তাহমিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আল আমীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন সরকার, শাকিল ইসলাম আকাশ, মাহাবুর প্রধান ও রেজওয়ান হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাসনিয়া আক্তার হীরা, মোস্তাফিজার রহমান, আফিফা সুলতানা ও নুরজাহান রক্সি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, তামান্না হাসান মিলা, মো. হাসানুর আল হাসান ও নাঈম হাসান, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন শাফি, দপ্তর সম্পাদক রিহাব মুনতাসির, তথ্য ও প্রচার সম্পাদক তন্ময় সাহা, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক সাহানাজ সরকার, উম্মে শাহরিয়া তমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনার সরকার, রাহি সরকার, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক নাফিম প্রধান, শহিদুল ইসলাম, শতাব্দী চাকি, মারুফা আক্তার মনিরা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সাঈদ সজীব, শাহরিয়ার তানিম এবং কার্যনির্বাহী সদস্য তাসকিন জাহান বৃষ্টি, মোছা. রুপা খাতুন, মো. শাওন প্রধান, মো. তুহিন প্রধান ও মো. শরিফ হাসান সাহিব। এছাড়া প্রধান উপদেষ্টাসহ ১১জন কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য রয়েছেন।