খবরবাড়ি ডেস্কঃ তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি। ১-২৫ সেপ্টেম্বর’২৫ সাংগঠনিক মাসে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, তৃণমূল সদস্য লাকী আক্তার ও আমেনা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, একটি সংগঠন কে শক্তিশালী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করা বিশেষ প্রয়োজন। সদস্য, কর্মী এবং নেতৃবৃন্দের মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেয়া সহজ হয়। নেতৃবৃন্দ সকলকে সততা ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।