ওমর ফারুক,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধা পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্রকিশোর স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার সকালে বাসুদেবপুর চন্দ্রকিশোর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শামীম প্রধান, এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ কুমার বিশ্বাস সহঃ অধ্যাপক, নারায়ণ চন্দ্র সরকার সহঃ অধ্যাপক,রওনক জামান সহঃ অধ্যাপক, নবীউল ইসলাম জ্যৈষ্ঠ প্রভাষক, আব্দুল হাই মন্ডল জ্যেষ্ঠ প্রভাষক, মনজুরুল ইসলাম প্রভাষক, নুরে আলম নয়ন সহঃ প্রধান শিক্ষক, দিলীপ চন্দ্র রায় সিনিয়র সহঃ শিক্ষকসহ অত্র কলেজের অনেকেই বক্তব্য রাখেন।
এছাড়াও ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাহিমা আক্তার আভা একাদশ, সাদিয়া আক্তার মৌ একাদশ, নজরুল ইসলাম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীসহ অনেকেই।
এসময় এত্র কলেজের সভাপতি শামিম প্রধানকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের মাঝে কলেজের পক্ষ থেকে রজনীগন্ধার ষ্টিক ও কলম বিতরণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এসময় একাদশ শ্রেণীর ছাত্রী মাহিমা আক্তার আভা সভাপতিকে ব্যাজ পরিয়ে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সর্বপ্রথম কলেজের শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। প্রতি বছর গরীব অসহায় ও মেধাবী ছাত্র ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করা সহ বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা করা হবে, কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বাড়ানো হবে। এবং সর্বশেষ ছাত্র ছাত্রীদের ৫ দফা বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন।