খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়।
কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার মূল লক্ষ্য হলো একজন মানুষকে সৎ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে তোলা। নিয়মিত পাঠদানের পাশাপাশি এ মূল্যবোধগুলোই শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে।’ তিনি আরো উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকেই বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম এ ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পদার্থ বিজ্ঞানের প্রভাষক আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় ওরিয়েন্টেশন কাসে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক জামিল হোসেন, প্রভাষক বায়হাতুল ইসলাম প্লাবন, প্রভাষক আবু সুফিয়ান ও গোলাম কিবরিয়া। এছাড়া শিক্ষার্থী আম্বিয়া খাতুন ও আছফিয়া আকতার তাদের অনুভূতি প্রকাশ করেন।
বক্তারা শিক্ষার্থীদের সময়নিষ্ঠা, অধ্যবসায় এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।