খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের সাবেক নমিনী ফারুক আলম সরকার। তাঁর সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া, উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের একাধিক পূজামন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এসময় তিনি পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শন কালে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ-সভাপতি সাজু মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামসুদ্দীন বাবু, বিএনপি নেতা কনক মিয়া, জাহাঙ্গীর আলম, গজারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আজহারুল ইসলাম বাবু, উদাখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।