খরববাড়ি ডেস্কঃ তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি। ১-২৫ সেপ্টেম্বর’২৫ সাংগঠনিক মাসে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটের খামার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক নারীর সামাজিক নিরাপত্তাহীনতা সহিংসতা ও প্রতিবন্ধকতা নিয়ে নারী-পুরুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা সদস্য রোজিনা নাহিদ ফারজানা, স্থানীয় সদস্য সাবিনা সুলতানা, সমাজসেবক মুকুল মিয়া ও ব্যবসায়ী সুলতান আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, প্রান্তিক নারীর সামাজিক নিরাপত্তাহীনতা একটি বহুমাত্রিক সমস্যা যা নারীর বিকাশের অন্তরায়, সমাজের শৃঙ্খলা না থাকলে অপরাধ বেড়ে গেলে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বেড়ে যায় কারণ নারী নাজুক তাকে সহজে আক্রমণ করা যায়। সমাজের নানা ধরনের প্রতিবন্ধকতা সামাজিক কু-প্রথা, শিক্ষার অভাব, অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে না পারার কারণে নারীরা সমাজে পিছিয়ে পরে থাকে। ফলে নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে রাষ্ট্রকে নারীর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।