খবরবাড়ি ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিসহ ৫ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী
উপজেলা শাখার আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে বিভিন্ন শ্লোগানসহ বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে শহরের স্থানীয় চৌমাথা আন্ডার পাস চত্বরের সমাবেশস্থলে এসে সমেবেত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও. আসাদুজ্জামান আসাদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী, সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারী মাও. মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি মাও. আল-আমীন আজহারী, প্রচার সম্পাদক হাফেজ আতিক হাসান ও উপজেলার বরিশাল ইউনিয়ন সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.