খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে জেলা জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী মাও. আব্দুল করিম সরকার ও সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। মতবিনিময়ের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শহর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ুন ফারহান সাদিক। মতবিনিময় সভা উপস্থাপন করেন মাও. জোবায়ের আলী।
মতবিনিময় সভায় জামায়াতের জেলা আমীর বলেন, বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ই আগস্টের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যেখানে কোনো শোষণ, বৈষম্য ও জুলুম থাকবে না। মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে। এই দাবীতে জামায়াতে ইসলামী দেশব্যাপী আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সারাদেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গাইবান্ধায়ও স্থানীয় পৌরপার্ক শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরো উল্লেখ করেন, জামায়াতের পাঁচদফা দাবী সমূহ হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
Leave a Reply
You must be logged in to post a comment.