খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের গাছ কর্তণের টেন্ডার হওয়ার আগেই গোপন চুক্তির অভিযোগে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছে গাছ ব্যবসায়ীর পক্ষে রিপন মিয়া। ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এক লিখিত বক্তব্যে কাঠ ব্যাবসায়ী রিপন মিয়া পাঠ করেন, উপজেলাধীন ১নং কিশোরগাড়ী দিঘলকান্দি সবুজ সংঘ সমিতির সভাপতি জনাব মোঃ সাবু সরকার, সে সহ তার সমিতির সংগঠনের সদস্যরা একত্রিত হইয়া জনৈক মোঃ আব্দুল জলিলের পুকুর পাড় হইতে চকবাল্য ভায়া পশ্চিম রামচগাপুর কাতা হাসানলোত লোকেশ চন্দ্র এর পুকুর পাড় পর্যন্ত প্রায় ০৪ কিঃমিঃ রাস্তার দুই ধারে থাকা বড় বড় ইউক্লিপটাস গাছ গুলো বিক্রির উপর্যুক্ত হওয়ায় গত ০৬/০৯/২০২৫ খ্রিঃ তারিখে গাছ টেন্ডারের জন্য ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ দরপত্রের আহবান করে। উক্ত টেন্ডারের সিডিউল জমা দেওয়ার সর্বশেষ তারিখ ২৩/০৯/২০২৫ খ্রিঃ। আমরা কতিপয় ব্যবসায়ীরা সিডিউল ক্রয় করিলে জনৈক ব্যক্তি তাজুল ইসলাম মিলন আমাদের কে ফোন করিয়া ডেকে নিয়ে বলেন যে, তোমরা কেহ সিডিউল জমা দিও না, এই গাছ গুলো উক্ত সমিতির সভাপতি মোঃ সাবু সরকারের নিকট হইতে ভ্যাট ট্যাক্স সহ ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা দরে ক্রয় করিয়াছি। তিনি আরো বলেন তোমাদের সঙ্গে পরবর্তীতে আবারো বসা হবে। তারপর আমরা ব্যবসায়ীরা মোঃ তাজুল ইসলাম মিলন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আমাদেরকে সময় না দিয়ে অযথা কালক্ষেপন করেন। আমরা ব্যবসায়ীরা সর্বশেষ অদ্য ইং ২২/০৯/২০১৫ তারিখ রাত্রী ০৮.০০ ঘটিকার সময় দেখা করলে তিনি আমাদের জানান গাছগুলো কতিপয় ব্যবসায়ীদের নিকট বিক্রি করিয়া দিয়াছি। তোমরা সমিতির সভাপতি সাবু সরকারের সাথে কোন প্রকার যোগাযোগ করিবে না।
আমাদের ব্যবসায়ীদের প্রশ্ন হলো গাছগুলো টেন্ডার হওয়ার আগেই কেন গোপন চুক্তির মাধ্যমে বিক্রয় করা হলো? আর এই গাছগুলো গোপন চুক্তির মাধ্যমে বিক্রির অধিকার তাজুল ইসলাম মিলন’কে কে দিয়াছে? যেহেতু গোপন আতাতের মাধ্যমে গাছ গুলো বিক্রি করা হইয়াছে, সেহেতু আমরা সিডিউল ক্রেতাগণ নিশ্চিত ভাবে প্রতারিত হতে যাচ্ছি। সেই সঙ্গে রাষ্ট্র ন্যায্য পরিমান রাজস্ব হতে বঞ্চিত হতে যাচ্ছে। একই সঙ্গে আগামীকাল উন্মুক্ত টেন্ডার হইলে যেকোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রহিয়াছে।
অতএব, সার্বিক বিষয় বিবেচনায় এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এই টেন্ডার বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাঠ ব্যবসায়ী শাওন মন্ডল,ইউসুফ আলী, সুমন মিয়া গোলজার সরকার রাজীব প্রমুখ।