খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রহমান মাস্টারের মেয়ে বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকি এক মর্মান্তিক সড়ক দূঘটনায় পাহাড়ের খাদে নিহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জীপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিংকি মারা যায়। তার সাথে থাকা আরও ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
বৃহস্পতিাবর (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রিংকি’র মরদেহ হেলিকপ্টার যোগে প্রথমে হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ী ভবানীপুরে নিয়ে যাওয়া হয়। এসময় শতশত মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে। সবার প্রিয় রিংকি’র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন রাত ৮টায়ব তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।