খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামন্ডপ সমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজারে কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্গাপূজাঁ মন্ডপ পরিদর্শন করেন নির্বাহী অফিসার নাজমুল আলম। পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা পূজাঁ উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিদূষ রায়সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। এদিন উপজেলার বিভিন্ন পূজাঁমন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান বলেন, পূজা মন্ডপ পরিচালনা কমিটিসহ সনাতন হিন্দুধর্মালম্বীদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা অড়াও সকল ধরনের অপপ্রচার, উস্কানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।