খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর বেগম, মেরিনা বেগম, মো. শাহ আলম সরকার, আব্দুল মালেক প্রধান বাবু, গোলাম রসুল ও সোহেল রানা শেখ প্রমুখ।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান ২০২৩-২৪ অর্থবছরে ভূয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ, জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, গ্রাম আদালতের ফি চারগুণ পর্যন্ত বৃদ্ধি, টিসিবি কার্ডের পণ্য আত্মসাৎ, ভিডব্লিউবি কর্মসূচিতে অর্থের বিনিময়ে কার্ড বিতরণ এবং এলজিএসপি ও হাট-বাজার উন্নয়ন প্রকল্পের টাকা ভুয়া বিল-ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ইউপি সদস্যদের উপেক্ষা করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন। এতে ইউনিয়নবাসী সরকারি সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা দ্রুত তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.