মোঃ ফেরদাউছ মিয়া
সংবাদদাতা,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৭টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপির সদস্যরা। পৌর শহরসহ উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন তারা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আনসার সদস্যদের নিয়ে সমবেত অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম। তিনি বলেন, “মন্দিরসমূহে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের মধ্যে সুসমন্বয় রেখে সবসময় সতর্ক থাকতে হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো এবং উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক কনক।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পূজার সময়কালে উপজেলার ৫৭টি মন্দিরে মোট ৩৪৪ জন আনসার সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।