খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকার, ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, বরিশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম জিল্লুর রহমান, শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামায়াত নেতা আবু তালেব মাস্টার, ক্রীড়া শিক্ষক মাসুমা বেগম ও রফিকুল ইসলাম রাজু ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহমিনা খাতুন। এবারের প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রার্নারআপসহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ফুটবল (বালক) চ্যাম্পিয়ন এসএস পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও রার্নারআপ এসএমবি স্কুল এন্ড কলেজ। ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল (বালক) গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও রার্নারআপ এসএস পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও রার্নারআপ পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালক) চ্যাম্পিয়ন গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও রার্নারআপ আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও রার্নারআপ পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়। দাবা বড় (বালক) চ্যাম্পিয়ন শিশু কানন স্কুল এনড কলেজ (১০ শ্রেণীর শিক্ষার্থী সিনহা) ও রার্নারআপ আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় (১০ শ্রেণীর শিক্ষার্থী সিজান মিয়া)। দাবা ছোট চ্যাম্পিয়ন আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় (৮ম শ্রেণীর শিক্ষার্থী আনাস) ও রার্নারআপ এসএস পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (৮ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ খন্দকার)। দাবা (বালিকা) বড় চ্যাম্পিয়ন শিশু কানন স্কুল এন্ড কলেজ (৯ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস স্নিন্ধা) ও রার্নারআপ পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় (৯ম শ্রেণীর শিক্ষার্থী অরোরা তানবীন হিয়া) বিজয় হয়।